হাত তালি,, এই ভাই হাত তালি দিলেন না?!!
সৌদি আরবের পাশাপাশি বাংলাদেশও এখন তেলের খনি পাওয়া গেছে!!
এখন বাংলাদেশে ঘুমানোর খাটের নিচে ১২৩৮ লিটার তেল পাওয়া যায়!!
চাল চুরির খবর দেখতে দেখতে যারা বিরক্ত তাদের জন্য নিবেদন করা হলো চমকপ্রদ এই খবর! ছবির জিনিসগুলো দেখতে গোল্ডন বার-এর মতো মনে হলেও এগুলো আসলে ভোজ্যতেল! অবশ্য পরিস্থিতি বিবেচনায় এগুলো গোল্ডন বার-এর মতোই মূল্যবান! দুঃস্থ অসহায়দের জন্য বরাদ্দকৃত এ তেলের কনটেইনারগুলো পাওয়া গেছে রংপুরের মোঃ হানিফ মিয়া (৪৭) নামে খুব গরিব একজনের তোশকের নিচে! অবশ্য এখানে ব্যবহৃত গরিব শব্দটি আরবি (غريب) যার অর্থ বিরল/অদ্ভুত!
#চাল চোরের দেশে তেল চোরদের স্বাগতম। কেউ আবার স্লোগান দিয়েন না 'চাল চোরের দিন শেষ, তেল চোরের বাংলাদেশ'! কারণ চালচুরি অদ্যাবদি অব্যাহত আছে। এবং অব্যাহত থাকবে।
কি বলব বলেন ভাই। দেশের এই ক্রান্তিলগ্নে এসেও আজ এই চুর-ডাকাত গুলো এমন ভাবে ফুসে উঠেছে যে, গরিব মানুষদের পেটে লাথি দিয়ে মেরে ফেলবে। 😡😡
Simple Muslim Boy!
Jihad Hasan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?