✏অসাড়ে মূত্রত্যাগ
↪Involuntary Urination
👉রোগঃ মূত্রস্থলীতে মূত্র ধারণের ক্ষমতা লোপ হয়ে অসাড়ে মূত্রত্যাগ হয়। শিশুদের এই রোগ হলে শয্যামূত্র বলে।
👉রোগের কারণঃ
⊕পেটে ক্রিমি থাকা
⊕মূত্রাশয়ের উত্তেজনা
⊕মূত্রাশয়ে পাথরী
⊕মূত্রযন্ত্রের নানা প্রকার রোগ।
👉রোগ লক্ষণঃ
✪রোগীর ইচ্ছানুসারে প্রস্রাব হয় না
✪কখন মূত্রাশয়ে মূত্র জমলে ফোঁটা ফোঁটা মূত্রত্যাগ হয়
✪আবার কখন মূত্রের বেগ এত বেশী হয় যে মূত্রবেগ সম্বরণ করা যায় না
✪রাত্রিকালে সময় সময় বিছানায় প্রস্রাব হয়
✪শিশু বাইরে এসে প্রস্রাব করতেছে ঘুমবস্থায় এরকম মনে হয়।
👉এই রোগ হলে করণীয়ঃ
শিশুদের ঘুম পাড়াবার পূর্বে প্রস্রাব করাতে হবে এবং রাতে দুই একবার জাগিয়ে প্রস্রাব করাতে হবে।
💊চিকিৎসাঃ হোমিওতে এই রোগের ভালো চিকিৎসা রয়েছে। হোমিও চিকিৎসা নিন সুস্থ থাকুন।
❌মনে রাখবেন চিকিৎসাকের পরামর্শ ছাড়া কোনো ওষধ সেবন করা উচিত নয়।
✏পাথরী বা অশ্মরী (Gravel or Calculus)
👉রোগঃ কিডনি বা বৃক্কে পাথরী জন্মে মূত্রস্থলীতে বা ব্লাডারে এসে জমা হয়, তারপর মূত্রনালি দিয়ে এসে মূত্রপথ বন্ধ হয়ে অত্যন্ত যন্ত্রণা হয়।
👉রোগ লক্ষণঃ
◑বার বার প্রস্রাব হয়
◑প্রস্রাবের সময় বা পরে লিঙ্গমুখে বেদনা
◑যতক্ষণ পাথরী বহিষ্কৃত না হয় ততক্ষণ বার বার প্রস্রাবের ইচ্ছা
◑মূত্রে পূঁয ও শ্লেষ্মা মিশ্রিত থাকে
◑কখন কখন রক্ত পড়ে
👉এই রোগ হলে করনীয়ঃ
বেদনার স্থানে সেক দিবে। চর্বি জাতীয় খাবার নিষেধ। বেদনা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন।
💊চিকিৎসাঃ হোমিওতে এই রোগের ভালো চিকিৎসা রয়েছে। হোমিও চিকিৎসা নিন সুস্থ থাকুন।
❌মনে রাখবেন চিকিৎসাকের পরামর্শ ছাড়া কোনো ওষধ সেবন করা উচিত নয়।
Htreatment
Mahfuzur Rahman
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
MD Rifat hossain
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Shah Shakib
Delete Comment
Are you sure that you want to delete this comment ?