Forum

ধর্মের ভিন্নতা

Started by soriful islam · 3 Replies
Avatar

soriful islam


5 months ago

Posted: 5 months ago
ধর্মের ভিন্নতা দূরে ঠেলে দিয়েছে,
সুখ ভালবাসা কেড়ে নিয়েছে,
দু জনে দু পথে হেঁটে চলেছি,
সমাজের নিয়ম আমাদের বেঁধে রেখেছে।
কেন ওরা বোঝে না?
ভালবাসার কোন ধর্ম নেই,
ভাল লাগার কোন বর্ণ নেই,
খুঁজে বেড়ায় শুধু চিরচেনা মানুষটি সেই।
ভালবেসেছিলাম তার সুন্দর মনকে,
ধর্ম বাঁধার দেয়াল হয়ে দাঁড়াল।
কাঁদে এ হৃদয় না পাওয়ার যাতনায়,
কী অপরাধে দুটি মনের সুখ কেঁড়ে নিলো।
কেটে ফেল আমার এ দেহ,
খুঁজে দেখো রক্তের প্রতিটি বিন্দু,
দু ধর্মের বর্ণ কি আলাদা,
লেখা আছে তাতে মুসলিম হিন্দু?
রক্ত মাংসে গড়া আমরা সবাই মানুষ,
এইতো আমাদের আসল পরিচয়।
মনে মনে যদি মিল থাকে,
ধর্মের ভেদাভেদ কোন বাঁধা নয়।

soriful islam Joined: 5 months ago

Posted: 5 months ago
comment plz

Sadek Ahmed Joined: 10 months ago

Posted: 5 months ago
Hmmm

qq025 Joined: 11 days ago

Posted: 11 days ago
abal