যে ঘরে বা রুমে টিভি চলে এবং টিভিতে গান বাজনা ও অন্যান্য অনুষ্ঠান চলে সেই রুমে কি কোরআন শরীফ রাখা ঠিক হবে? যদিও মাঝে মাঝে বা নিয়মিত ঐ রুমে বসেই কোরআন শরীফ পড়া হয়ে থাকে
... টিভি নিষিদ্ধ হবার কারন অবৈধ ছবি ৷ শুধু টিভি বস্তটি খারাপ নয়,খূব জরুরত বশত সেই মানের ব্যক্তিরা টিভি ঘরে রাখতে পারেন,নতুবা তা ব্যবহার করা গুনাহে কবিরাহ ৷ কুরান শরীফ সম্মানের জিনিস ৷ সম্মানিত স্থানে রাখা ৷ অপাত্রে রাখা বেয়াদবির সামিল ৷ কুরান এমনিতেই জুজদানে রাখা ৷ তথাপিও যদি টিভি ঘর ছাড়া রাখার জায়গা না থাকে, গিলাফ দ্বারা ভাল করে ঢেকে রাখা ৷
টিভির আলোতে জিবন আলোকিত না করে কুরানের আলোতে জিবন আলোকিত করা দরকার ৷
কুরান না পরে যারা অবহেলা করে, পীচে রেখে দেই,তাদের প্রতি কঠোর কটাক্ষ এসেছে হাদীসে ৷ তাই এমন টি না করা উচিত ৷