আহা আজি এ বসন্তে
এত ফুল ফোটে, এত বাঁশি বাজে
এত পাখি গায় আহা আজি এ বসন্তে।।
সখির হৃদয় কুসুম কোমল
আর অনাদরে আজি ঝড়ে যায়
কেন কাছে আস, কেন মিছে হাসো
কাছে যে আসে তো, সে তো আসিতে না চায়।।
সুখে আছে যারা সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুঃখিনী নারীর নয়নেরও নীড়
সুখি জনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না তারা বুঝেও বোঝেনা
তারা ফিরেও না চায়।।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
যতই দেখি তারে ততই দহি-
আপন মনোজ্বালা নীরবে সহি-
তবু পারি নে দূরে যেতে- মরিতে আসি
লই গো বুক পেতে অনল-বাণ।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
যতই হাসি দিয়ে দহন করে-
ততই বাড়ে তৃষা প্রেমের তরে
প্রেম-অমৃত-ধারা যতই যাচি-
ততই করে প্রাণে অশনি দান।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া
তুমি আমার খর রোদে মিস্টি হিমেল হাওয়া
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার মরু প্রান্তে ঘন সবুজ বন
তুমি আমার তপ্ত বুকের ঝড় ঝড় আষাঢ় শ্রাবণ
তুমি আমার হৃদয়ে হাজার তারার মেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল
নয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে
সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ,
তুমি আছ তার আছে তব স্নেহ--
নিরাশ্রয় জন, পথ যার গেহ,
সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,
সমুখে অনন্ত জীবনবিস্তার--
কালপারাবার করিতেছ পার
কেহ নাহি জানে কেমনে ॥
জানি শুধু তুমি আছ তাই আছি,
তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি,
যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর লোকলোকান্তরে যুগযুগান্তর--
তুমি আর আমি মাঝে কেহ নাই,
কোনো বাধা নাই ভুবনে ॥
Please LIKE my Page
Rabbi Rifat
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
sabbir hossain
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md Nurnobi Raju khan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?