আমি- জেনে শুনে বিষ করেছি পান।
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
যতই দেখি তারে ততই দহি-
আপন মনোজ্বালা নীরবে সহি-
তবু পারি নে দূরে যেতে- মরিতে আসি
লই গো বুক পেতে অনল-বাণ।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
যতই হাসি দিয়ে দহন করে-
ততই বাড়ে তৃষা প্রেমের তরে
প্রেম-অমৃত-ধারা যতই যাচি-
ততই করে প্রাণে অশনি দান।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।

image