করোনার প্রতিষেধক বা ঔষধ হয়তো শীঘ্রই চলে আসবে। কিন্তু তার দিনক্ষন হলফ করে বলার জো নাই। তাই বলে মানুষ থেমে থাকছে না। একে একে নানান দেশ লক ডাউন তুলে নিচ্ছে। হয়তো আমরা এর ব্যতিক্রম নই। করোনার সাথেই মানিয়ে নিতে হবে আমাদের প্রাত্যহিক জীবন।
নতুন এক করোনাত্তর সমাজ ব্যবস্থা পাবো আমরা আর স্বাস্থ্য বিধি মেনে এর সাথে খাপ খাইয়ে চলতে শিখতে হবে।