���Simple Boy Rifat���
>>>৯১% real<<<<
এখন একটু সিরিয়াস
হয়ে আমার লেখাটা পড়েন,, তার পর
আমায় রিকুয়েষ্ট দিবেন,,
কেমন ????
Note:
এইটা ফেসবুক,, এখানে আপনার
আবেগের
কোনো প্রাধান্য নাই,, তাই
আমি মনে
করি আপনার সাথে আমার সম্পর্ক
শুধুমাত্র পোষ্টে লাইক
এবং কমেন্টের,, তবে
অনেক ক্ষেত্রে আপনি আমার
একটা ভালো বন্ধু
হতে পারেন, সেটা আপনার
ব্যবহারের উপর ডিপেন্ড
করে।।
<<<লাইক দিবেন লাইক পাবেন''
আর দিতে না পারলে আশা করবেন না।
১.আমি খুব ভাল FACEBOOK FRIEND
তা বলছিনা।
পরিবার- পরিজন ছাড়া আমার
PERSONAL PHONE NUMBER
কারো সাথে SHARE করিনা।
তাই NUMBER
চেয়ে নিজেকে গর্দভ
প্রমাণ করিয়েন না।
২.আর আমি FACEBOOK অবসর কাটানোর
জন্য
ব্যবহার করি। প্রেম করার জন্য
নয়। তাই
অযথা আমি
কোন এলাকায় থাকি?
GIRL FRIEND
আছে কিনা? এ ধরনের
অপ্রাসাঙ্গিক প্রশ্ন করবেন না।
তাহলে ভালো হবেনা
৩. দয়া করে অশ্লীল
বা বাজে COMMENT করবেন না
৪. আমার কোন STATUS বা POST
ভাল
না লাগলে সোজা আমাকে বলবেন।
FACEBOOK এ
কারো সাথে অযথা তর্ক
করে আঙ্গুল
ব্যাথা আর সময় নষ্ট করার
ইচ্ছে আমার
নেই!
৫. আরেকটা কথা আমি কি স্টেটাস দিব সেটা আমার
ব্যাপার,তা আপনি বলার কে ?
৬. আপনার প্রতিটি SMS এর উত্তর দিবো যদি
ভালো লাগে
৭. আর মনে রাখবেন ফেসবুক আমার কাছে কিছুই
না এটার
সাথে আমার কোন রক্তের সম্পর্ক
নেই ।
সুতারাং আমার কাছে ফেসবুক
জীবনের কোন মূল্য নাই ।
যদি আমাকে ভাল
লাগে রিকুয়েষ্ট
পাঠান নই তো যেভাবে আছেন সেভাবেই থাকেন
√√ দেখতে খুব একটা ভাল না।
তবে দামী কাপড় পড়লে ভদ্রলোকের
মতই
লাগে।
√√ শিক্ষাগত যোগ্যতাঃ নিরক্ষর
তবে আল্লাহ তালায় যতো দুর করায়
ততো দুর করবো।
√√ পেশাঃ বাপের টাকা নষ্ট করা ,
তা বলে পানিতে বাসিয়ে দিনা।
☻ প্রিয় মানুষঃ আমার সহজ সরল বাবা ও
মা
☻ প্রিয়
খাবারঃ খিদা লাগলে সামনে যাউ
পাই
তাই প্রিয়।
তবে "আইসক্রিম" " "চটপুটি" ফুসকা"
"চিপস"
চানাচুর" দেখে লোভ
সামালাতে পারিনা।
☻ প্রিয় রঙঃ সাদা-
কালো আকাশি আর
লাল।
☻ পছন্দের কাজ : পড়াশুনা,
খেলাধুলা করা গান শোনা ও আড্ডা
☻ প্রিয় দল : ক্রিকেট- বাংলাদেশ
ফুটবল : আর্জেন্টিনা ছিলো
☻প্রিয় খেলোয়ার : এম্বাপে
ও
লিওনেল মেসি~~~~~~~
বৈশিষ্ট্য (..)
1. কখন কি বলতে হয়
বুঝিতে পারিনা
2 . মানুষের নাম তাড়াতাড়ি ভুলে যাই
3 . ফর্মালিটি কম .. !
স্টাইল : আন-কমোন
বেশি পছন্দ : নতুন নতুন জামা কাপড়
পড়তে অনেক ভালো লাগে
আর
ভালো লাগে বন্ধুদের
সাথে আড্ডা দিতে
আরো ভালো লাগে ঘুরতে (..)
< অপছন্দ :
বেশি ফাইযলামি করা, এবং গায়
হাত
দিয়ে ইয়ারকী ,আর একটা কথা কেউ
যদি আমাকে কেতু কুতু দেয়
তাইলে সাথে সাথে খেপে যাই ,
কারন আমার অনেক শুর শুরী .(..).
স্বপ্ন : একটা সচ্ছল জীবন ..
☻সবচেয়ে বেশি ভালবাসি : "মা" কে আর বাবাকে
[ তারপর যদি কেউ
কে ভালোবাসি সেটা হলো আমার
friends
☻জীবনে চাই :
বাবাকে আনন্দে রাখতে
√ গান গাইতে খুব ইচ্ছে করে, কিন্তু
নিজের কন্ঠ নিজেরি পছন্দ হয় না।
√ বয়স বাড়ছে দিন দিন,
তবে এখনো নিজেকে বাচ্চা মনে হয়।
দুষ্টামি করি প্রচুর।
আশেপাশে যারা থাকে তাদেরকে
না
গুতানো ছাড়া শান্তি পাইনা।
☻ হাসি-খুশি থাকার
চেষ্টা করি সবসময় !
খিদা লাগলে চেহারা দেখে আপন
জনেরা বুঝে ফেলে . (..)
☻ পরিচিতদের সরি-থ্যাংকু কম বলি..
☻
সরাসরি যারা প্রশংসা করেতাদের
কাছ থেকে দূরে থাকি ।
☻ পেছনে কেউ কুৎসা রটালেও
ফিরে তাকাই না।
☻ শতচিন্তা মাথায় নিয়েও বিন্দাস
ঘুরি, মনে হয় যেন আমিই পৃথিবীর
সবচেয়ে সুখী (..) ।
☻ অবহেলা একদম সহ্য করতে পারিনা...
☻ ভালোবাসার কাঙ্গাল,
তবে অন্ধের
মতো ভালবাসিনা কাউকেই , কারন
যাকেই বেশি ভালোবাসি সেই কষ্ট
দেয় .. (..)
আমার অনেক অভিমান, অন্যের উপর
অভিমান করে থাকতে পারি ,
দিনের
পর
দিন .
(..) নিজের মধ্যে যে দোষগুলোআছে,
ও
গুলোর কথা
কেউ বললে রাগিনা ..
বরঞ্চ ভালো লাগে
কারন শোধরানোর চেষ্টা করি দোষ
গুলা . (..)
মিথ্যা বলার চেষ্টা মোটেও
করিনা . (..)
☻মানুষের সাথে সহজে মিশি , কারন
মানুষের সাথে মিশতে আমার অনেক
ভালো লাগে (..)
তাই বলে " মূলা সবজী " না . (..)
যে এক্কেবারে সস্তা .
► ► জ্ঞানীদের ভাল লাগে, তাদের
থাপ্পড়-চড়েও জ্ঞান থাকে।
► ► নির্দিষ্ট কোন বিষয়বস্তু
নিয়ে স্ট্যাটাসদেইনা,
যা মনে আসে তাই লিখি কারন
লিখতে আমার খুব ভালো লাগে।
► ► আমার দৃষ্টিতে আমি একজন
বিরক্তিকর ফেসবুকার।
► ►
ব্যাক্তিগতভাবে যারা চেনে তারা
খুব
ভালবাসে, তবে আমি স্বার্থপর
টাইপের
লোক না,
যা করি সেটা কারো ভালো
লাগার
জন্যই করি... !!
[[ কষ্ট করে প্যাঁচাল পড়লেন ধন্যবাদ-
হ্যাপি ফেসবুকিং]] .. (..)
Favorite Quotes
ভালবাসাকে খুব
ভালবাসতে ইচ্ছা করে কিন্তু কেন
জানি তা পেরে উঠিনা তার পর ও
ভালবাসাকে খুব ভালবাসি
>> ধন্যবাদ <<
*ভালো থাকবেন*