হজরত জিবরাইল আলাইহিস সালাম এর বর্তমান সঠিক বয়স কত তা আল্লাহ্ পাক ছাড়া কেউই জানে না। এমনকি তা হজরত জিবরাইল আল
হজরত জিবরাইল আলাইহিস সালাম এর বর্তমান সঠিক বয়স কত তা আল্লাহ্ পাক ছাড়া কেউই জানে না। এমনকি তা হজরত জিবরাইল আলাইহিস সালাম এর নিজেরও তাঁর সঠিক বয়স সম্পর্কে জানা নেই। তবে তাঁর বয়স সম্পর্কে কিছুটা আনুমানিক ধারণা পেতে আসুন আগে আমরা আমাদের এই পৃথিবীর বয়স কত তা জেনে নিই। গুগলসার্চ ইঞ্জিনের তথ্যানুযায়ী সর্বশেষ বৈজ্ঞানিক হিসাবে পৃথিবীর বয়স প্রায় ৪৫৪ ± ৫ কোটি বছর (৪.৫৪ × ১০৯ বছর ± ১%)।
আমাদের এই মহাবিশ্বে এমন বহু গ্রহ নক্ষত্র রয়েছে, যেগুলোর বয়স পৃথিবীর বয়সের চাইতেও অনেক অনেক বেশী। আর এই মহাবিশ্ব সৃষ্টিরও কোটি বছর আগে সৃষ্টি করা হয়েছে ফিরিশতা জাতি। এই ফিরিশতাদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করা হয় প্রধান চার ফিরিশতাদের। প্রধান চার ফিরিশতারও প্রধান হলেন এই হজরত জিবরাইল আলাইহিস সালাম। সুতরাং ফিরিশতাদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করা হয় হজরত জিবরাইল আলাইহিস সালামকে। এবার আসুন হজরত জিবরাইল আলাইহিস সালাম এর বয়স সম্পর্কে কিছুটা আনুমানিক ধারণা নিই।
একটি রেওয়ায়েত তথা বর্ণনা থেকে জানা যায় যে, একবার আমাদের প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন,
হে জিবরাইল তোমার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন - আমার সঠিক জানা নেই, তবে এতটুকু জানি যে, চতুর্থ হেজাবে এক নূরানী তারকা সত্তর হাজার বছর পর পর চমকাতো। ( এক হেজাব সমান কত বছর তার হিসাব পাওয়া যায় না) আমি সেটাকে বাহাত্তর হাজার বার চমকাতে দেখেছি। হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা শুনে বললেন- আমার মহান পালনকর্তার ইজ্জতের কসম! আমিই সেই নূরানী তারকা। সুবহানাল্লাহ্!
(এখানে বলা রাখা ভালো- এই রেওয়ায়েতটিকে অনেক বিজ্ঞ আলিম জাল রেওয়ায়েত বলেছেন।)
এবার অনুমান করে নিন ( ৭০,০০০ বছর × ৭২,০০০ বার =?) হজরত জিবরাইল আলাইহিস সালাম এর বয়স কত হতে পারে!!
সর্বশেষ কথা একটাই - হজরত জিবরাইল আলাইহিস সালাম এর বয়স মহান আল্লাহ্ পাক ছাড়া আর কেউই জানেন না।
xyzzsdfl 24 w
INFORMASI SITUS. Nama Situs: SBOBET88. Pay in: IDR 50.000. Winrate: 95% ⚡. Jenis Permainan, Sportsbook, Survive On line casino, Video slot Games. <a href="http://www.loyno.edu/webmail/sbobet88/">agen judi sbobet</a>