Warning: session_start(): open(/var/cpanel/php/sessions/ea-php71/sess_49dc2b3d7c57a80637f04642b9560526, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rececoad/public_html/assets/init.php on line 11

Warning: session_start(): Failed to read session data: files (path: /var/cpanel/php/sessions/ea-php71) in /home/rececoad/public_html/assets/init.php on line 11
বাড়ির আঙ্গিনায় গৃহবধূর লাশ, স্বামীসহ শ্বশুর-শাশুড়ি পলাতক

বাড়ির আঙ্গিনায় গৃহবধূর লাশ, স্বামীসহ শ্বশুর-শাশুড়ি পলাতক

Comments · 1185 Views

বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নে বাড়ির আঙ্গিনায় থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ পরি

বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নে বাড়ির আঙ্গিনায় থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদরের নামুজা ইউনিয়নের বগারপাড়া থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত সাদিয়া আক্তার (১৯) ওই গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী। এ ঘটনায় স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন। পরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

 

গৃহবধূর পিতা খসরু মিয়া জানান, এক বছর আগে বগারপাড়া গ্রামে সাব্বির হোসেনের সঙ্গে সাদিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ি সাদিয়ার ওপর নির্যাতন করতো। বৃহস্পতিবার সকালে জানতে পারি মেয়ের লাশ জামাই বাড়ির আঙ্গিনায় পড়ে রয়েছে। 

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। সাদিয়া আক্তার নামে ওই গৃহবধূর লাশ বাড়ির আঙ্গিনায় পড়ে ছিল। লাশের চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী ও তার পরিবারের সদস্যদের নির্যাতনেই গৃহবধূর মৃত্যু হয়েছে। 

Comments