মাঝে মাঝেই লুকোচুরি খেলা চলে আমার আর অর্থহীন এক বেঁচে থাকার মাঝে। বার বার জিতে গিয়েও অপেক্ষায় থাকি হয়তো একদিন ঠিকই হেরে যাব।

যেমন হেরেছি তোমার কাছে।