Explore contenido cautivador y diversas perspectivas en nuestra página Descubrir. Descubra nuevas ideas y participe en conversaciones significativas
মেডিকেল সাইন্স!!
একটা মেশিন বানাতে যেমন কতো শতো এক্সপেরিমেন্ট করতে হয়।আজকে মেডিকেল সাইন্সে এতো এতো সাকসেসফুল অপারেশন আবিষ্কৃত হয়েছে,এগুলো কী খুব সহজে হয়ে গেছে?
এর পিছনে রয়েছে হাজারো মানুষের উপর জুলুমের ইতিহাস।
human body anatomy ভালোভাবে বুঝতে কতো ক্যাডেবার (মৃত লাশের ) উপর এক্সপেরিমেন্ট হয়েছে তার হিসেব নেই!।এমনকি জীবন্ত মানুষের উপরও হয়েছে এক্সপেরিমেন্ট!
নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এনার্কা ওয়েস্টকটকে।
১৭ বছরের একটা কৃষ্ণাঙ্গ মেয়ে ,সে ছিলে একজন enslaved girl..
তার সামনে গাইনোকোলোজির father জেমস সিম সাহেব,যার নামে sims speculum..
এনার্কা মেয়েটার রোগটার নাম ছিলো vesicovaginal fistula (অর্থাৎ মূত্রথলির সাথে যোনি পথের কানেকশন,যে কারণে যোনিপথ দিয়ে মূত্র বের হয়)
এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেজন্য বের করতে হবে অপারেশনের পদ্ধতি!!
প্রায় ৩০ বার এনার্কার উপর এক্সপেরিমেন্ট করে,সিমস সাহেব সফল হোন vesicovaginal fistula সার্জারিতে!!
বলা হয়ে থাকে সিমস সাহেব খুব রেসিস্ট ছিলেন,৩০ বার ট্রায়াল ওনি এনেস্থেসিয়া ছাড়াই করেছেন।
তখনও এনেস্থিসিয়া ছিলো,কিন্তু আজকের মতো এতো সহজলভ্য ছিলোনা।তাই সিমস সাহেব একজন ব্লাক slave এর উপর এটা ব্যবহার করতে রাজি ছিলেন না!!
আজকের দুনিয়ায় আপনি কল্পনা করতে পারবেন?
এনেস্থিসিয়া ছাড়া এতোবার ট্রায়াল!!
নাজি ডাক্তাররা ইহুদিদের উপর ইতিহাসে অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছিলো বলে জানা যায়:
১.জীবন্ত ইহুদিদের ব্রেইনে পেরেক ঠুকে ঠুকে আমরা ব্রেইনের যে area গুলোর function নিয়ে জানি সেগুলো আবিষ্কৃত হয়েছিলো!! কোন lobe কিভাবে কাজ করে,কোন lobe damage হলে কী হয়!!
২.বন্দিদের ফ্রিজিং করে hypothermia এক্সপেরিমেন্ট করা হতো।
৩.বন্দিদের বিভিন্ন রোগ দিয়ে infected করে (tb..malaria,প্লেগ,কলেরা) এগুলোর ভ্যাক্সিন তৈরীর এক্সপেরিমেন্ট করতো!
আফ্রো আমেরিকান ব্লাক ৪০০ যুবকদের syphilis এর চিকিৎসা করা হয়নি পেনিসিলিন এভেইলেবল থাকা সত্বেও!!
কেনো জানেন: শুধুমাত্র syphilis এর লং টার্ম কমপ্লিকেশন বুঝতে!!
যে রেডিয়েশন এক্সপোজার নিয়ে যে এতো সচেতন আমরা,এই রেডিয়েশনে এক্সপোজ করে কতক লোককে দিনের পর দিন রাখা হয়েছিলো এটার complications বুঝতে!!
কতো মানুষের উপর হওয়া টর্চারের উপর দাঁড়িয়ে আজ এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান!! ভাবতে পারছেন?
এখন চিকিৎসা ব্যবস্থা কতোটা উন্নত বলার বাইরে।বিশেষ করে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো।এদেশে অনেক বড় বড় সার্জারী হয় যা জনসাধারণের চোখে আসেনা বা তাদের পর্যন্ত পৌছায় না,একেকটা সার্জারি শিখতে গিয়ে একেকজন সার্জনকে জীবনের অনেক বড় সময় ব্যয় করতে হয়।বাংলাদেশেই ভালো চিকিৎসা পাবেন যদি আপনি একটু সচেতনতার সাথে ভালো চিকিৎসকের পরামর্শ নেন।সেগুলো নিয়েও লিখবো ইনশাআল্লাহ।
চলবে...
ডা.আদনান মাহমুদ তামিম
©