ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমেদের ৮২তম শাহাদাত বার্ষিকী ছিল গত ২ ফেব্রুয়ারি। ১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি এ দিনে সাম্প্রাদায়িক সন্ত্রাসীরা লাঠি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে শহিদ নজীরকে হত্যা করে। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনকালে বাংলাদেশসহ উপমহাদেশের মুসলমানদের ওপর হিন্দু জমিদার ও পরবর্তীতে উগ্র হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িকতার ইতিহাসকে গোপন করার মতলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদকে ইতিহাস থেকে পরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে।
১৯৫২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার শাহাদাতবার্ষিকী পালন করত। কিন্তু পরে গভীর চক্রান্তের বশবর্তী হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হওয়া সত্ত্বেও নজির আহমদের শাহাদতবার্ষিকী পালন বন্ধ করা হয়। এমনকি তার নামে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নামকরণও করা হয়নি। মুসলিম ছাত্রনেতা নজীর আহমেদের স্মরণে তৎক্ষালীন ঢাবির বাংলা বিভাগের শিক্ষক কবি জসীম উদ্দীন একটি কবিতাও রচনা করেছিলেন। কবিতাটির একটি চরণে ছিলো -
“নজীরের বাপ ফিরিয়া যাইবে আবার আপন ঘরে
নজীরের সেই শূন্য বিছানা বাক্স সঙ্গে ক'রে।
অর্দ্ধেক পড়া বইগুলি তার লেখা ও অলেখা খাতা,
পাতায় পাতায় স্মৃতি তার কত আখরের মত পাতা।”

Fahim Ahmed
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?
omsaha
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?